বিবেকের কাছে প্রশ্ন
নুসরাত বাবলী
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৮:৫৮ পিএম, ৬ নভেম্বর ২০১৭ সোমবার | আপডেট: ০৮:২৮ পিএম, ২২ নভেম্বর ২০১৭ বুধবার
নুসরাত বাবলী
ছেলে হয়ে জন্মালে যে মেয়েদের মতো করে চিন্তা করা যাবে না, তাদের মতো করে বলা যাবে না কিংবা মেয়ে হয়ে জন্মালে ছেলেদের মতো চিন্তা করা যাবে না, তাদের মতো করে বলা যাবে না; এমন কথা কোথায় লেখা আছে? উত্তরটা হবে কোথাও লেখা নেই।
তাহলে আমরা কেন সব সময় ছেলে কিংবা মেয়ে হওয়ার দোহাই দিয়ে দায় এড়িয়ে চলি? কেন নিজেদের ইচ্ছাগুলোর পায়ে নিজেরাই শেকল পরাই? বুঝি না মানুষকে ঠকাই নাকি নিজেরাই ঠকে যাই!
অনেক ছেলেদের বলতে শোনা যায়,
: আমি কেন এই কাজ করতে যাবো এটাতো মেয়েদের কাজ
: এমন কথা মেয়েরা বলে
: কাঁদছিস কেন তুই কি মেয়ে নাকি
মেয়েদের মতো করে চিন্তা করলে সমস্যা কোথায়? একবার ভাবুন তো যে মেয়েদের মতো করে ভাবতে আপনার লজ্জা হচ্ছে সেই মেয়েদের ভাবনাটাই আপনাকে আগলে রাখছে। সাজিয়ে-গুছিয়ে দিচ্ছে আপনার জীবনটাকে কখনো মা, কখনো বোন, কখনো প্রেমিকা বা জীবন সঙ্গী হয়ে। সে ছিলো, আছে এবং থাকবে। যে মানুষটা আপনার কথা সংসারের কথা ভেবেই জীবন পার করে দেয় কি এমন ক্ষতি তাদের নিয়ে একটু তাদের মতো করে ভাবতে, তাদের দেখা স্বপ্নগুলো নিজের করে দেখতে। উত্তর আমার জানা নেই। প্রশ্নটা একটু বিবেকের কাছে করে দেখবেন।
আর মেয়েদের বেলায় তো ব্যাপারটা আরো ভয়াবহ।
: আমি যে কোন ছেলে হয়ে জন্মলাম না।
: ছেলে হয়ে জন্ম নিলে ঠিকই পারতাম কেউ আটকে রাখতে পারতো না
: এগুলো ছেলেদের কাজ ছেলেরা ভালো পারবে
: তুমি কি ছেলে নাকি মন যা চাইবে তাই করবে
: এখন বাজে কয়টা এখন বাড়ি ফিরেছো বা এই সময় বাইরে কেন যাচ্ছো?
: নিজের কাজ নিজে করতে শিখো তুমি পুরুষ না
: লেখাপড়া দিয়ে কি হবে বিয়ের পর তো সংসারই করতে হবে
: বিয়ে হয়ে গেছে লেখা পড়ার আর কি দরকার মন দিয়ে সংসার করো
: কি বাড়ির বউ বাইরে যাবে চাকরি করবে এ হতেই পারে না।
যে সকল প্রতিবন্ধকতা বিয়ের পর মেয়েদের পোহাতে হয়, একই সময় তা কোনো ছেলেকে পোহাতে হয় না। মেয়েরা আর কতো স্বপ্নের বোলি চড়াবে? আর কতো অন্ধকারে কাঁদবে? তাদের অপরাধ কি শুধু এতটুকুই যে তারা ছেলে হয়ে জন্ম নেয়নি!
এটা কি আমাদের নিজেদের সমস্যা নাকি সমাজের সমস্যা ঠিক বুঝতে পারি না। কিছু নিয়ম আমরা নিজেরা তৈরি করি আর কিছু সমাজ তৈরি করে। বাকিটা আমাদের কুসংস্কার। সব মিলিয়ে শোলআনাই পূর্ণ। এতে কি আমরা অন্যদের ঠকিয়ে চলেছি নাকি দিনের পর দিন নিজেরাই ঠকে যাচ্ছি? উত্তর আমি না আপনার বিবেক আপনাকে দিবে।
এটাই বিবেকের কাছে প্রশ্ন!