হেমন্তে আজ বর্ষা
সিফাত চাখারী
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৮:৫৯ পিএম, ১৫ নভেম্বর ২০১৭ বুধবার | আপডেট: ০২:৩১ পিএম, ২০ নভেম্বর ২০১৭ সোমবার

হেমন্তে আজ বর্ষা
মেঘে ঢাকা চতুর্দিকে
নেই কোথাও ফর্সা!
টাপুর টুপুর
সকাল দুপুর
একনাগারে ঝরছে
ঠান্ডা বাতাস গায় লাগিয়ে
নামতা খুকু পড়ছে।
ধানের ক্ষেতে কলাই ক্ষেতে
বৃষ্টি পানি জমছে
চাষি মজুর ঝিমায় বসে
আশার আলো কমছে।