ঢাকা, শনিবার ২৩, নভেম্বর ২০২৪ ৯:০৬:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বাড়ছে ডেঙ্গু রোগী, ঝুঁকিতে শিশুরা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০২ পিএম, ১১ আগস্ট ২০২১ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনা মহামারির মধ্যেই দেশে আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করেছে ডেঙ্গু রোগী। দুই সিটি করপোরেশন ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করলেও প্রতিদিন রেকর্ডসংখ্যক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত রোববার সকাল আটটা থেকে গতকাল সকাল আটটা পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩৭ জন। এর মধ্যে ঢাকাতেই ভর্তি হয়েছেন ২১৮ জন। আর চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৯৫ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯১৫ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮৫২ জনসহ অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ৬৩ জন।

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে গতকাল দুপুর পর্যন্ত ১৬৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি ছিল। এর মধ্যে ৩৪ শিশু, ৫৮ জন নারী এবং পুরুষ ৭৩ জন।

চিকিৎসকেরা বলছেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের মধ্যে শিশুদের সংখ্যা এখন আগের চেয়ে বেড়েছে। তাই শিশুরা যাতে অক্রান্ত না হয়, সে জন্য প্রতিটি বাসায় অভিভাবকদের সতর্ক থাকতে হবে। ডেঙ্গু জ্বরের উপসর্গ সম্পর্কে তাঁরা বলছেন, জ্বর, মাথাব্যথা, চোখব্যথা, মাংস পেশিতে ব্যথা, শরীরে র‌্যাশ ওঠা, মুখ থেকে রক্তক্ষরণ, পেট ফুলে যাওয়া, শরীরে পানি আসা। এসব লক্ষণ নিয়ে শিশুরা হাসপাতালে আসছে।

মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মো. রশিদ-উন-নবী বলেন, প্রতিদিন গড়ে ৩০ জনের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। রোগী আরও বাড়লে যাতে চিকিৎসাসেবা নিশ্চিত করা যায়, সে জন্য কয়েকটি ওয়ার্ড তৈরি করে রাখা হয়েছে।

ডেঙ্গু পরিস্থিতির খারাপের দিকে যাচ্ছে জানিয়ে হাসপাতালের চিকিৎসকেরা বলেছেন, প্রতিদিন যে হারে মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে, তাতে সামনে পরিস্থিতি খারাপ হতে পারে। করোনায় আক্রান্ত ১০ জন রোগীকে একজন চিকিৎসক দেখভাল করতে পারেন। কিন্তু ডেঙ্গু রোগীর অবস্থা খারাপ হলে একজন রোগীর জন্য একজন চিকিৎসকের প্রয়োজন হয়।

এদিকে, স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ১৮টি মৃত্যুর তথ্য পাঠানো হলেও আইইডিসিআর এখনও কোনো মৃত্যুর পর্যালোচনা শেষ করেনি এবং কোনো মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেনি।

-জেডসি