ঢাকা, রবিবার ১৭, নভেম্বর ২০২৪ ১৬:৫১:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনাকালে বেড়েছে শিশুদের মানসিক চাপ

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৫ পিএম, ১২ আগস্ট ২০২১ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

শারীরিক ক্ষতির পাশাপাশি করোনাভাইরাসে বহু মানুষের মানসিক ক্ষতিও করেছে। নানা গবেষণায় উঠে এসেছে এই তথ্য। একটি গবেষণা বলছে, মানসিক ক্ষতির নিরিখে করোনাকালে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শিশু এবং কিশোর-কিশোরীদের।

সম্প্রতি কানাডার কয়েকজন মনোবিদ বিভিন্ন দেশের বেশ কয়েকজন শিশু এবং কিশোর-কিশোরীর মানসিক অবস্থা পরীক্ষা করে দেখেছেন। তাঁদের দাবি, করোনাকালে অপ্রাপ্ত বয়স্কদের মানসিক চাপের পরিমাণ তীব্রভাবে বেড়েছে। প্রতি চারজনের একজন অবসাদে আক্রান্ত হচ্ছে। আর প্রতি পাঁচজনে একজনের মধ্যে উদ্বেগের তীব্র লক্ষণ দেখা যাচ্ছে।

গবেষক দলের সদস্য শেরি ম্যাডিগান যুক্তরাষ্ট্রের এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘করোনাকালে সকলেরই মানসিক চাপ বেড়েছে। কিন্তু শিশু এবং কিশোর-কিশোরীদের মধ্যে সেই চাপ মাত্রাছাড়া।’

মূলত এই কারণগুলোই অপ্রাপ্তবয়স্কদের মনের উপর ব্যাপক চাপ ফেলেছে বলে দাবি গবেষকদের। তাঁদের বক্তব্য, আলাদা করে কোনও দেশ বা মহাদেশ নয়, পৃথিবীর সর্বত্রই শিশু এবং কিশোর-কিশোরীদের মধ্যে একই ধরনের সমস্যা দেখা গিয়েছে।

কী করে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে? ম্যাডিগানের মতে, ‘করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে পরিবারের অন্য সদস্য, শিক্ষক-শিক্ষিকাদের সাহায্যে এই সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব। কিন্তু তাঁর আশঙ্কা করোনাকাল যত দীর্ঘায়িত হবে, সমস্যার পরিমাণও তত বাড়তে থাকবে।’

-জেডসি