সারাদিন চলবে মেঘ, বৃষ্টি আর রোদের খেলা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:৩৩ এএম, ২০ আগস্ট ২০২১ শুক্রবার
ছবি: সংগৃহীত
মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় থাকার কারণে দেশের আকাশ মেঘলা থাকতে পারে। থেমে থেমে বৃষ্টিও হতে পারে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
শুক্রবার (২০ আগস্ট) সারাদিনের আবহাওয়ার পূর্বাভাসের তথ্য তুলে ধরে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. রুহুল কুদ্দুস এসব কথা বলেন। তিনি জানান, বর্ষাকালের অর্ধেক সময় পার হয়েছে। ফলে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা কমে যাচ্ছে।
তিনি বলেন, দিনে ঢাকায় মেঘলা আকাশের সঙ্গে রোদের দেখা মিলতে পারে। আকাশে মেঘ থাকার কারণে মাঝেমধ্যে নামতে পারে বৃষ্টি। তবে বড় কোনো বৃষ্টির সম্ভাবনা নেই।
এছাড়াও খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, ভারতের উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে মৌসুমি বায়ুর অক্ষে রয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।
-জেডসি