করোনার টিকায় মাতৃদুগ্ধে বাড়ছে অ্যান্টিবডি, দাবি গবেষণায়
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৬:৪৬ পিএম, ২৭ আগস্ট ২০২১ শুক্রবার
প্রতীকী ছবি
শিশুর জন্য মায়ের দুধের কোনো বিকল্প নেই বিকল্প নেই সেসব পরিপূর্ণ বিকাশেও। এছাড়াও রোগ প্রতিরোধের প্রথম ধাপ তৈরি করে মাতৃদুগ্ধ।
করোনার সঠিক ওষুধের সন্ধানে বিশ্বের চিকিৎসকেরা দিন রাত এক করে গবেষণা করে চলেছেন। বিশেষজ্ঞরা বারবার বলছেন স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি শরীরের নিজস্ব প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে হবে। আর জন্মের পর ইমিউনিটি বাড়ানোর প্রথম ধাপ সদ্যোজাতকে মাতৃদুগ্ধ পান করানো।
অবিশ্বাস্য ঘটনা। মাতৃদুগ্ধ পান করানোর সময় মায়ের শরীর থেকে দুধের মধ্যে দিয়ে যাচ্ছে আন্টিবডি। অবশ্যই তার জন্য মাকে কোভিড ভ্যাকসিন নিতে হবে। সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য। অর্থাৎ মায়ের টিকা নেওয়া থাকলে সুবিধা পাবে সন্তান। মার্কিন জার্নাল ব্রেস্টফিডিং মেডিসিনে প্রকাশিত এক গবেষণায় এমনই দাবি করা হয়েছে।
করোনা ভ্যাকসিনের মাধ্যমে মা শিশু উভয়েই সুস্থ থাকতে পারে। গবেষকদের দাবি তারা সমীক্ষায় দেখেছেন করোন ভ্যাকসিন দেওয়ার ফলে মাতৃদুগ্ধে উল্লেখযোগ্য পরিমাণে আন্টিবডি বাড়ছে।যা শিশুদের মধ্যে সঞ্চারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। গবেষকদের কথায় মাতৃদুগ্ধ প্রাকৃতিকভাবে বহু গুণের আধার। গবেষকরা জানান, ভ্যাকসিন তার সঙ্গে আরও একটি গুণ যোগ করেছে।
ভ্যাকসিনে দ্বিতীয় ডোজ নেওয়ার পর রক্ত এবং মাতৃদুগ্ধে অ্যান্টিবডি সংখ্যা দ্রুত হারে বাড়ার প্রমাণ পাওয়া গিয়েছে এমনটাই দাবি গবেষকদের। গবেষণায় দেখা গেছে ভাগ ৮০ দিন পর্যন্ত শিশুদের বুকের দুধের মাধ্যমে প্রতিরক্ষামূলক অ্যান্টিবডি সরবরাহ করতে পারে।
মাতৃদুগ্ধে উপস্থিত আইজিএ ও আইজিজি অ্যান্টি বডিগুলি বাচ্চাদের মধ্যে সংক্রমনের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিচ্ছে।