ঢাকা, সোমবার ২৫, নভেম্বর ২০২৪ ২৩:৫৯:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিশ্বের সর্ব উত্তরের দ্বীপ আবিষ্কার করলেন বিজ্ঞানীরা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৫০ পিএম, ২৯ আগস্ট ২০২১ রবিবার

বিশ্বের সর্ব উত্তরের দ্বীপ আবিষ্কার করলেন বিজ্ঞানীরা

বিশ্বের সর্ব উত্তরের দ্বীপ আবিষ্কার করলেন বিজ্ঞানীরা

গ্রিনল্যান্ড উপকূলে বিশ্বের সর্ব উত্তরের দ্বীপ আবিষ্কার করেছেন একদল বিজ্ঞানী। গ্রীনল্যান্ড আসলে একটি বিশাল স্বায়ত্তশাসিত আর্কটিক অঞ্চল যা ডেনমার্কের অন্তর্গত।

কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের গ্রিনল্যান্ডের আর্কটিক স্টেশনের বৈজ্ঞানিক নেতা মর্টেন রাশ জানিয়েছেন, ‘দ্বীপটি ডেনমার্ক-সুইস গবেষণা অভিযানের সময় আবিষ্কৃত হয়েছে, যা আমি পরিচালনা করছি।’

বিজ্ঞানীরা প্রথমে মনে করেছিলেন তারা সম্ভবত উডাক আইল্যান্ডে পৌঁছেছেন। একটি ড্যানিশ সার্ভে দল ১৯৭৮ সালে এই আইল্যান্ডটি আবিষ্কার করেছিল। তারপর থেকেই উডাক আইল্যান্ড সর্বসাধারণের আগ্রহের কেন্দবিন্দু হয়ে ওঠে। এবার উডাক আইল্যান্ডের উদ্দেশ্যে নমুনা সংগ্রহের জন্য গিয়েছিল ডেনমার্ক-সুইসযৌথ দলটি। কিন্তু ড্যানিশ কর্মকর্তারা অবস্থান পরীক্ষা করে দেখেন তারা ৭৮০ মিটার উত্তরে রয়েছেন। ৬০ ও ৩০ মিটার দৈর্ঘ্য-প্রস্থের দ্বীপটি উত্তর মেরুর সবচেয়ে কাছের ভূমি বলে জানান তারা। চলন্ত গ্লেসিয়ারে ভরা দ্বীপটির নীচে রয়েছে মোরাইন-সয়েল এবং পাথর।

এই অভিযানের অর্থলগ্নিকারী সংস্থা লেইস্টার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ক্রিশ্চিয়েন লেইস্টার বলেছেন, ‘আমরা প্রত্যেকেই খুব আনন্দিত। প্রথমে ভেবেছিলাম, আমরা উডাক আইল্যান্ডে পৌঁছেছি।’

বিজ্ঞানীরা এখন চাইছেন দ্বীপটির নাম রাখা হোক কিকার্তাক আভাননার্লেক। যার অর্থ গ্রিনল্যান্ডের ‘সবচেয়ে উত্তরের দ্বীপ’।

অভিযাত্রী বিজ্ঞানীরা মূলত সর্ব উত্তরের দ্বীপ বলে পরিচিতি উডাক আইল্যান্ড পরিদর্শন করতে চেয়েছিলেন। তাদের লক্ষ্য ছিল অতি বিরূপ পরিস্থিতিতে মানিয়ে নেওয়া নতুন প্রজাতির অনুসন্ধান।