ঢাকা, সোমবার ২৫, নভেম্বর ২০২৪ ২৩:২৩:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ম্যাগসেসে পুরস্কার পেলেন ড. ফিরদৌসী কাদরী

ড. ফিরদৌসী কাদরী

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৫ পিএম, ৩১ আগস্ট ২০২১ মঙ্গলবার

ড. ফিরদৌসী কাদরী

ড. ফিরদৌসী কাদরী

এশিয়ার নোবেলখ্যাত ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী। আজ মঙ্গলবার দুপুরে ফিলিপাইনে ২০২১ সালের র‌্যামন ম্যাগসেসে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

বিশ্বব্যাপী মর্যাদাসম্পন্ন এ পুরস্কারটি আরো পেয়েছেন পাকিস্তানের আমজাদ সাদিক, দক্ষিণ-পূর্ব এশিয়ার স্টিভেন মানসি।

বর্তমানে তিনি আইসিডিডিআরবির সিনিয়র সায়েন্টিস্ট হিসাবে কর্মরত রয়েছেন। বাংলাদেশ ও তৃতীয় বিশ্বের দেশগুলোর কলেরা নির্মূলে তার গবেষণা কাজগুলো গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। তিনি ২৫ বছর ধরে টিকা উন্নয়নে কাজ করছেন। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকাবিষয়ক বৈজ্ঞানিক উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন।

এই পুরস্কার নিজের কর্মস্থল আইসিডিডিআর’বি কে উৎসর্গ করেছেন বিশিষ্ট এই বিজ্ঞানী।

ড. ফিরদৌসী কাদরীকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করার কারণ হিসেবে ম্যাগসেসে কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে বলেছে, কলেরার টিকা নিয়ে গবেষণা ও সাশ্রয়ী দামে টিকা সহজলভ্য করে লাখো প্রাণ রক্ষায় অসামান্য কাজ করেছেন তিনি।

প্রতিবছর ছয়টি শ্রেণীতে এশিয়ার বিভিন্ন ব্যক্তি ও সংগঠনকে বিশেষ অবদান ও কৃতিত্বের স্বীকৃতি হিসাবে এই পুরস্কার দেয় ফিলিপাইনের র‍্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশন।

ড. কাদরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও আণবিক জীববিদ্যা বিভাগ থেকে ১৯৭৫ সালে বিএসসি ও ১৯৭৭ সালে এমএস ডিগ্রি সম্পন্ন করেন। ইংল্যান্ডের লিভারপুর বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন, প্রতিষেধক বিদ্যা বিভাগ থেকে ১৯৮০ সালে পিএইচডি করেন।