কবিতা: আজও বেঁচে আছেন তিনি
সুলতানা ইসলাম ছন্দা
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:১১ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার
সংগৃহীত ছবি
বায়ান্ন, উনসত্তর কিংবা একাত্তরের মুক্তিযুদ্ধ,
সাহসী বাঙালিকে রেখেছে ঐক্যবদ্ধ ;
এক স্লোগানে, এক মননে, করেছে লড়াই তাঁর আহ্বানে
মেধায়, বিদ্যা-বুদ্ধি,শিক্ষায় সর্বজ্ঞানে-
বছরের পর বছর পেরিয়েও
আজও বেঁচে আছেন তিনি!
লাল-সবুজের পতাকার মাঝে-
বাঙালির মনে-প্রাণে আছেন যিনি ।
তিনি মহান! তিনি চিরদুর্বার! অকুতোভয় নায়ক,
তিনি দুঃসাহসী! তিনি বীর! তিনি স্বাধীনতার ঘোষক!
তিনি বাঙালির মহান নেতা!
তিনি গর্বিত জাতির পিতা।
ছিনিয়ে আনতে বাংলার হাসি,
পিছুপা হননি দিলেও ফাঁসি।
অমর হয়ে বেঁচে রবে ইতিহাসে এক নাম
আমার প্রিয়, সবার প্রিয়, শেখ মুজিবুর রহমান।
প্রজন্ম থেকে প্রজন্ম জানবে আত্নত্যাগের কথা;
বাঙালির বুক আজও কাঁদে, তাঁকে হারানোর ব্যথা!
তিনি আছেন,তিনি থাকবেন, অমর হয়ে বাংলার ধূলিকণায়,
স্বর্ণাক্ষরে চির অম্লান রবে আ-মরি সোনার বাংলায়।