টাকা পাঠানো যাবে ফেসবুক-এর মাধ্যমে
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৫:২৫ পিএম, ২৭ নভেম্বর ২০১৭ সোমবার | আপডেট: ০৩:৫০ পিএম, ২৮ নভেম্বর ২০১৭ মঙ্গলবার
ফেসবুক খুব শিগগিরই আনছে নতুন নতুন ফিচার। এবার টাকা পাঠানো যাবে ফেসবুকের মাধ্যমেও। এমনই একটি ফিচার যোগ করার চিন্তাভাবনা করা হচ্ছে এই সোশ্যাল মিডিয়ায়।
সংবাদ সংস্থার খবর অনুযায়ী, পরীক্ষামূলকভাবে ফেসবুক চালু করতে চলেছে ‘রেড এনভেলপ’। এই ফিচারটি ব্যবহার করে টাকা লেনদেন করা যাবে।
পাশাপাশি, চালু হচ্ছে আরও একটি ফিচার, ‘ব্রেকিং নিউজ’। এর সাহায্যে মানুষ পেয়ে যাবেন হাতে হাতে গরম খবর।
সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ওই দুটি ফিচারস নিয়ে এখনও পরীক্ষানিরিক্ষা শুরু করেনি ফেসবুক। তবে ‘ব্রেকিং নিউজ’ ফিচারটি পরীক্ষামূলকভবে চালু করা হবে। ‘রেড এনভেলপ’ কবে যোগ করা হবে তা নিয়ে এখনও কিছু বলেনি ফেসবুক।
উল্লেখ্য, ফেসবুক তার মেসেঞ্জার অ্যাপ-এ একটি গ্রুপ পেমেন্ট ফিচার যোগ করেছে। ওই ফিচার ব্যবহার করে গ্রুপের মধ্যে টাকা লেনদেন করা যায়।
(সূত্র : জি নিউজ)