এবার রাজনীতি ছাড়লেন প্রণবকন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:০৪ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২১ সোমবার
ফাইল ছবি
বাবা প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুর এক বছরের মধ্যে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন অভিজিৎ মুখোপাধ্যায়। এরপর প্রণব পরিবারের শেষ সদস্য হিসেবে কংগ্রেসের পতাকা ধরে রেখেছিলেন মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। এবার তিনিও সরলেন। শনিবার টুইট করে সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন শর্মিষ্ঠা। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণবের মেয়ে শর্মিষ্ঠা টুইটে লেখেন, ‘সবাইকে ধন্যবাদ। রাজনীতি থেকে বিদায় নিলাম। তবে কংগ্রেসের একজন প্রাথমিক সদস্য হিসেবে থাকব। সক্রিয় রাজনীতি আর নয়। কেউ যদি মনে করেন তিনি দেশের সেবা, জাতির সেবা করবেন, তিনি অন্যভাবেও করতে পারেন।’
সর্বভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টকে প্রণবকন্যা জনিয়েছেন, রাজনীতি তার জন্য নয়। আর এ উপলব্ধি থেকেই তিনি সরে দাঁড়িয়েছেন। তবে অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকতে চান বলেই জানিয়েছেন প্রণবকন্যা।
হঠাৎ তার সিদ্ধান্তে জল্পনা শুরু হয়ে গেছে। তাহলে কি ভাই অভিজিতের মতো তিনিও অন্য দলে পা বাড়াতে চাইছেন? সেই সম্ভাবনাকে পুরোপুরি খারিজ করে দিয়েছেন প্রণবকন্যা। তিনি বলেন, ‘রাজনীতি, বিশেষ করে বিরোধী রাজনীতি করতে গেলে একটা জ্বলন্ত খিদে দরকার। কিন্তু আমার মধ্যে সেই খিদেটা কোথাও উপলব্ধি করতে পারছিলাম না।’
সূত্র : আনন্দবাজার পত্রিকা।