ঢাকা, বুধবার ২৭, নভেম্বর ২০২৪ ৩:২৬:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

স্যামসাং : ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৩:৫০ পিএম, ২৮ নভেম্বর ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৬:৪৬ পিএম, ২৯ নভেম্বর ২০১৭ বুধবার

বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য বিশ্বের শীর্ষ স্থানীয় কনজ্যুমার ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড স্যামসাং ইলেক্ট্রনিক্স, ‘স্যামসাং এজ বাংলাদেশ’ নামে একটি ব্র্যান্ড অ্যাম্বাসেডর কার্যক্রম নিয়ে এসেছে।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবে। স্যামসাং বাংলাদেশ-এর মোবাইল ও কনজ্যুমার ইলেক্ট্রনিক্স বিভাগে এ কাজ করার সুযোগ পাবে।

মোবাইল ও কনজ্যুমার ইলেক্ট্রনিক্স ইন্ডাস্ট্রিতে আগ্রহী দেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিষয়ে অধ্যয়নরত, উৎসাহী ও সক্রিয় শিক্ষার্থীরা এই কার্যক্রমে অংশ নেওয়ার জন্য আবেদন করতে পারবে।

ব্র্যান্ড অ্যাম্বাসেডর কার্যক্রমটি চলবে ৪ মাসব্যাপী। এই কার্যক্রমের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৭ নভেম্বর থেকে এবং আবেদন করা যাবে ৭ ডিসেম্বর পর্যন্ত। আগামী ১৫ ডিসেম্বর, ২০১৭ তারিখে ঢাকায় শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে।

ব্র্যান্ড অ্যাম্বাসেডররা কাজ করবে স্যামসাং-এর উদ্ভাবনী গবেষক, স্যামসাং থিংক-ট্যাংক হিসেবে। তারা স্যামসাং এর কারখানা পরিদর্শনের অনন্য সুযোগ পাবে এবং স্যামসাং এর পক্ষ থেকে একটি সনদ পাবে।