তিন হুমকির মুখে আইফোন ব্যবহারকারীরা
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:৫৬ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২১ বুধবার
ফাইল ছবি
আইফোন ব্যবহারকারীরা নতুন তিন হুমকির মুখে পড়েছেন। এ হুমকির জন্য অ্যাপলকেই দায়ী করার ইঙ্গিত মিলেছে। সম্প্রতি অজ্ঞাতনামা এক গবেষক আইওএস ১৪ এবং আইওএস ১৫-তে থাকা ওই তিন ‘জিরো-ডে’ ত্রুটি প্রকাশ্যে তুলে এনেছেন। এক প্রতিবেদন বলছে, ত্রুটি তিনটির কারণে বিশ্বের লাখো লাখো আইফোন এখন ঝুঁকির মুখে রয়েছে। গবেষকের দাবি, অ্যাপলকে ত্রুটিগুলো সম্পর্কে কয়েক মাসে আগেই জানিয়েছিলেন তিনি, কিন্তু অ্যাপল কোনো ব্যবস্থা নিতে রাজি না হওয়ায় সেগুলোকে এখন প্রকাশ্যে এনেছেন। মূল উদ্দেশ্য-অ্যাপলকে ব্যবস্থা নিতে বাধ্য করা। ‘আমি এ বছরের ১০ মার্চ থেকে ৪ মে-এর মধ্যে চারটি জিরো ডে ত্রুটির ব্যাপারে অভিযোগ করেছি। এখন পর্যন্ত সর্বশেষ আইওএস সংস্করণ (১৫.০) এ তিনটি ত্রুটি বহাল তবিয়তে রয়েছে এবং আইওএস ১৪.৭ সংস্করণে একটি ত্রুটি ঠিক করা হয়েছে। কিন্তু অ্যাপল এ ব্যাপারটি গোপন করতে চেয়েছে এবং সিকিউরিটি কন্টেন্ট পেজে তালিকাভুক্ত করেনি’।- লিখেছেন ‘ইলিউশনঅফকেওস’ ছদ্মনামের ওই গবেষক।