ঢাকা, শনিবার ৩০, নভেম্বর ২০২৪ ১২:৫১:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ই-অরেঞ্জের সোনিয়াসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২৫ পিএম, ৩ অক্টোবর ২০২১ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

৯ কোটি ৫৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন, তার স্বামী মাসুকুর রহমান, ভাই বনানী থানার পরিদর্শক শেখ সোহেল রানাসহ সাতজনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালতে ২৭ জন ভুক্তভোগীর পক্ষে এ মামলা করেন মো. নাসিম প্রধান নামের এক ব্যক্তি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে গুলশান থানাকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী সানী ওবায়েদ সাংবাদিকদের এসব তথ‌্য নিশ্চিত করেছেন।

অপর আসামিরা হলেন: সোনিয়া মেহজাবিনের খালু জায়েদুল ফিরোজ, ই-অরেঞ্জের চিফ অপারেটিং অফিসার আমান উল্যাহ চৌধুরী, নাজনীন নাহার বিথী ওরফে বিথী আক্তার ও নাজমুল হাসান রাসেল।

মামলায় অভিযোগ করা হয়েছে, আসামিরা পরস্পরের আত্মীয়। দেশের সম্ভবনাময় খাত ই-কমার্সকে কলুষিত করার জন্য তারা গ্রাহকদের অর্থ আত্মসাৎ করার হীন প্রয়াসে ই-অরেঞ্জ প্রতিষ্ঠা করে। চমকপ্রদ অফার দেওয়ার মাধ্যমে বিভিন্ন সময়ে বিভিন্ন পণ্য সরবরাহের কথা বলে ২৭ জন গ্রাহকের কাছ থেকে ৯ কোটি ৫৩ লাখ ৯১ হাজার ৭৯ টাকা নেয়। কিন্তু ই-অরেঞ্জ পণ্য সরবরাহ না করে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করে। ই-অরেঞ্জের মালিকানা হস্তান্তরের পর পণ্য সরবরাহ স্থগিত করে। পরবর্তীতে আসামিরা আত্মগোপন করেন।