দেশের গান রেখায় টান
গোলাম নবী পান্না
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৮:০৯ পিএম, ৪ ডিসেম্বর ২০১৭ সোমবার | আপডেট: ০৮:৫০ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৭ শুক্রবার

সবুজ শ্যামল দেশটি জুড়ে
পরম ছায়া মেলে।
রোদের পরশ ভোলায় যেনো
মায়ার আবেশ ঢেলে।।
এমন দেশটি ছেড়ে কোথাও
চায় না যেতে মন,
চোখ জুড়ানো বন-বনানি
দোলায় সারাক্ষণ।
নদীর জলে মাছের সাঁতার
এ মনে যায় খেলে।।
মিষ্টি-মধুর পাখির গানে
পথভোলা হই সুরে,
সে সুর বাজে মনের কোণে
যাই না যতই দূরে।
কে ছেড়ে যায় প্রিয় এমন
বাংলাদেশ পেলে।।