ঢাকা, শনিবার ৩০, নভেম্বর ২০২৪ ৭:৫৭:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নারীকে আত্মমর্যাদাশীল হতে শিখিয়েছেন রোকেয়া : খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৮:৩৩ পিএম, ৮ ডিসেম্বর ২০১৭ শুক্রবার | আপডেট: ১২:০৪ পিএম, ১০ ডিসেম্বর ২০১৭ রবিবার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, নারীকে স্বায়ত্তশাসিত ও আত্মমর্যাদাশীল হতে বেগম রোকেয়া গভীরভাবে অনুপ্রাণীত করেছিলেন। তার ক্ষুরধার লেখনীর মাধ্যমে নারীর প্রতি সমাজের অন্যায় ও বৈষম্যমূলক আচরণের মূলে আঘাত হেনেছিলেন তিনি। 

বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার এক বাণীতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বেগম রোকেয়া বিশ্বাস করতেন নারীকে উপযুক্ত শিক্ষা গ্রহণ করতে হবে। শত বাধা সত্ত্বেও নারী সমাজকে স্বাবলম্বী করতে সামাজিক আন্দোলন গড়ে তুলেছিলেন।

খালেদা জিয়া বলেন, এদেশের রক্ষণশীল সমাজ ব্যবস্থায় বেড়ে ওঠা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ছিলেন এদেশের নারী জাগরণের অগ্রদূত। তিনি তার নিজ জীবনের বাস্তবতার মধ্যে উপলব্ধি করেছিলেন সমাজে নারীর পশ্চাৎপদ অবস্থান। উপলব্ধি করেছিলেন শিক্ষাই নারীর আত্মমর্যাদা প্রতিষ্ঠার প্রধান অবলম্বন।