ঢাকা, বুধবার ২৭, নভেম্বর ২০২৪ ৪:৩১:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আজ গুগলের ডুডলে রোকেয়ার ছবি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০২:১৭ পিএম, ৯ ডিসেম্বর ২০১৭ শনিবার | আপডেট: ০৯:৩৭ পিএম, ১০ ডিসেম্বর ২০১৭ রবিবার

বিশ্ববাসী আজ শনিবার গুগলের হোমপেজে গেলেই দেখতে পাচ্ছেন বাংলার নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার ছবি। এ মহান নারীর ১৩৭তম জন্মবার্ষিকী উপলক্ষে গুগলের হোমপেজে বিশেষ এ ডুডলটি প্রদর্শন করা হচ্ছে।

আজ ৯ ডিসেম্বর বেগম রোকেয়ার জন্মদিন। ১৯৩২ সালের এই একই দিন মারা যান তিনি। দিনটি রোকেয়া দিবস হিসেবে পালিত হয়ে আসছে। আর গুগল এই মহতী নারীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এ উদ্যোগ নিয়েছে।


গুগলের হোমপেজে গেলে একটি ডুডল দেখা যাবে। তাতে দেখা যাচ্ছে সাদা পোশাকে চশমা পরা এক নারী বই হাতে হেঁটে যাচ্ছেন। তিনেই বেগম রোকেয়া। ওই ডুডলে বেগম রোকেয়ার পেছনে ব্যাকগ্রাউন্ডে ইংরেজিতে গুগল লেখাটিকে ফুটিয়ে তোলা হয়েছে। অন্দরমহলের বাইরে বেগম রোকেয়া ফুল ফুটিয়েছেন, সে দৃশ্যটিও গুগল সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে।

বাংলাদেশ থেকে ইন্টারনেটের মাধ্যমে গুগলে (www.google.com) গেলে কিংবা সরাসরি (www.google.com.bd) ঠিকানায় ঢুকলেই চোখে পড়ছে বিশেষ ডুডলটি। ওই ডুডলে ক্লিক করলে বেগম রোকেয়াকে নিয়ে গুগলে নানা অনুসন্ধান ফলাফল দেখা যাচ্ছে।

১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের পায়রাবন্দে সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে রোকেয়ার জন্ম হয়। ঊনবিংশ শতকে নারীরা যখন অবরোধবাসিনী তখন নারীর পরাধীনতার বিরুদ্ধে তিনি আওয়াজ তুলেছেন।

রোকেয়া সাখাওয়াত হোসেনের স্বপ্ন ছিল সমাজে নারী-পুরুষ সমান মর্যাদা আর অধিকার নিয়ে বাঁচবে। সেই স্বপ্নের কথাই তিনি লিখে গেছেন তার গল্প-উপন্যাস-প্রবন্ধগুলোতে। নারীশিক্ষার প্রসারে কাজ করে গেছেন আমৃত্যু। নারী শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা, তাদের ক্ষমতায়ন, ভোটাধিকারের জন্য লড়াইটা এই বাংলায় রোকেয়াই শুরু করেছিলেন।

বিভিন্ন দিবস ও ঐতিহাসিক ঘটনার স্মরণে এবং বিশিষ্ট ব্যক্তিদের জন্ম বা মৃত্যু দিবসে ডুডল পরিবর্তন করে গুগল। যার মাধ্যমে ওই দিন বা ব্যক্তি সম্পর্কে বিশ্ববাসীকে বিস্তারিত জানানো হয়।