ঢাকা, সোমবার ২৫, নভেম্বর ২০২৪ ১৯:২৩:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

৯ দিন পর যেসব ফোনে হোয়াটসঅ্যাপ চলবে না

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৮ এএম, ২৪ অক্টোবর ২০২১ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

আর মাত্র ৯ দিন। এরপরই নতুন নিয়ম অনুযায়ী একাধিক ফোনে বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ ম্যাসেজিং সুবিধা। আগামী ১ নভেম্বর থেকেই চালু হবে নতুন এ নিয়ম।

হোয়াটসঅ্যাপের তরফ থেকে আগেই বলা হয়েছে, অ্যান্ড্রয়েড ৪.০.৪ বা তার আগের অপারেটিং সিস্টেমে থাকা ফোন এবং আইওএস ৯ বা তার থেকে আগের অপারেটিং সিস্টেম থাকা ফোনে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ। ফলে যারা এ ধরনের পুরাতন মডেলের ফোন ব্যবহার করছে তারা আগামী এক নভেম্বর থেকে আর অ্যাপসটি ব্যবহার করতে পারবে না। তাদের ক্ষেত্রে নতুন ফোন ক্রয় করতে হবে।


যেসব ফোনে হোয়াটসঅ্যাপ কাজ করবে না:- স্যামসাং গ্যালাক্সি এস৩ মিনি ট্রেন্ড টু, ট্রেন্ড লাইট, এস ২, এলজি অপটিমাস এফ সেভেন, এফ ফাইভ, এলথ্রি টু ডুয়াল, এফ সেভেন টু, এফ ফাইভ টু, সোনি এক্সপিরিয়া, হুয়েই অ্যাসেন্ড মেট ও অ্যাসেন্ট ডি টু, অ্যাপল আইফোন এসই, সিক্স এস ও সিক্স এক্স প্লাস।

গত বছর থেকে হোয়্যাটসঅ্যাপ-এর নিরাপত্তা নিয়ে নানারকম জটিলতা দেখা দেয়। এর ফলে ব্যবহারকারীর সংখ্যা কিছুটা কমেছে। যদিও হোয়্যাটসঅ্যাপ-এর দাবি, নিরাপত্তার কোনো ঘাটতি নেই।