এবার ভিডিও মিউট চালু গুগল মিটে
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৭:০৬ পিএম, ২৫ অক্টোবর ২০২১ সোমবার
ফাইল ছবি
মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল তাদের ভিডিও কনফারেন্সিং সেবা মিটে গ্রুপ কলের ক্ষেত্রে অডিও’র পর ‘ভিডিও মিউট’ অপশন যুক্ত করেছে। এর ফলে গুগল মিটে এখন হোস্ট প্রয়োজনে অংশগ্রহণকারীর মাইক্রোফোন ও ক্যামেরা দুটিই অফ করে দিতে পারবেন। নির্দিষ্ট করে দেওয়া কিছু অংশগ্রহণকারীর ক্ষেত্রেও এ সুযোগ থাকছে। ফলে অংশগ্রহণকারী চাইলেও তার ক্যামেরা অন করতে পারবেন না।
এদিকে ২২ অক্টোবর রি-পেইড রিলিজ ডোমেইন চালু করেছে গুগল। আর শিডিউল করা রিলিজ ডোমেইনগুলোর অ্যাকসেস শুরু হবে ১ নভেম্বর।
লকের এ সুবিধা উচ্ছৃঙ্খল অংশগ্রহণকারীদের নিয়ন্ত্রণে সহায়ক হবে বলে মন্তব্য করেছে সংবাদ মাধ্যম এনগেজেট।
খবরে জানানো হয়েছে, কেউ যদি গুগল মিটের অ্যান্ড্রয়েড বা আইওএসের এমন কোনো সংস্করণ ব্যবহার করে যেখানে অডিও এবং ভিডিও লক সাপোর্ট করে না তাদের ক্ষেত্রে হোস্ট এ ফিচার চালু করা মাত্র তারা কল থেকে বাদ পড়ে যাবে। একই সঙ্গে তাদের অ্যাপ আপডেট করার জন্য জানানো হবে। এ ছাড়া এর মাধ্যমে হোস্ট কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বারবার অংশগ্রহণ করতে উৎসাহ দিতে পারবেন।