নেত্রকোণায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কর্নার অ্যাপ চালু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৬:৫৬ পিএম, ২৭ অক্টোবর ২০২১ বুধবার
ফাইল ছবি
"বঙ্গমাতা উইমেন্স কর্নারের শপথ, নারী উন্নয়ন ও ক্ষমতা দেখাবে পথ" স্লোগানকে সামনে রেখে নারীদের সেবা নিশ্চিত করেন নেত্রকোণায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কর্নার অ্যাপ চালু করেছে জেলা প্রশাসন।
বুধবার সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অ্যাপসটির সম্পর্কে গণমাধ্যমে ব্যাপক প্রচারের লক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান। এ সময় অ্যাপসটি থেকে নারীরা কীভাবে আবেদন করবেন সে বিষয়গুলো প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয়। সেই সাথে ইতোমধ্যে চলতি বছরের ৮ মার্চ থেকে ওয়েব সাইটটি চালু হওয়ার পর এখন পর্যন্ত অসংখ্য নারী উপকৃত হয়েছেন। ভবিষ্যতে সেবাটি দেশব্যাপী ছড়িয়ে দেয়ার কথা উল্লেখ করেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান।
এ পর্যন্ত অ্যাপসটির মধ্যে ১২৫৩ জন নারী আবেদন করেছেন। এর মাঝে ৯১৭ জনের আবেদন ইতোমধ্যেই নিষ্পত্তি করা হয়েছে।