ঢাকা, শুক্রবার ২৮, ফেব্রুয়ারি ২০২৫ ২২:৩৮:৪২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

প্রবীণদের জন্য`রিক`এর বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন 

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২৬ পিএম, ২৭ অক্টোবর ২০২১ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশের তৃণমূল পর্যায়ের প্রবীণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)  তিন দশকেরও অধিক সময় ধরে প্রবীণদের কল্যাণের জন্য বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে।

প্রবীণদের স্বাস্থ্য সমস্যা অপেক্ষাকৃত বেশী হয়ে থাকে, অথচ এ বিষয়ে সহায়তা পাওয়ার ব্যবস্থা এবং পরিমাণ খুবই অপ্রতুল। অর্থের অভাবে যে সকল দুঃস্থ এবং দরিদ্র  প্রবীণরা রোগে ভুগছেন এবং প্রয়োজনীয় মূহুর্তে চিকিৎসা সেবা পাওয়ার ন্যূনতম সুযোগ পাচ্ছেন না, সেই সকল প্রবীণদের চিহ্নিত করে ‘রিক’ এর সকল কর্ম এলাকায় চিকিৎসক নিয়োগ করে তাদের জন্য স্বাস্থ্য সহায়তা এবং স্বাস্থ্য পরামর্শ দেয়া হচ্ছে। পাশাপাশি স্বাস্থ্য কর্মসূচি ও চক্ষু ক্যাম্প আয়োজন করে চোখের অস্ত্রোপ্রচারসহ চোখের অন্যান্য সেবা প্রদান করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায়  ২৩ অক্টোবর ২০২১ শনিবার, শহীদ তছলিম কমপ্লেক্স, ধাক্কামারা, রিক এরিয়া অফিস প্রাঙ্গনে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি অব মামুনুর রশিদ, ইউএসএ এবং লায়ন্স ক্লাব অব ঢাকা সেন্ট্রাল ইষ্ট, ডিস্ট্রিক্ট ৩১৫ বি ২, বাংলাদেশ এর আর্থিক সহায়তায় এবং  গ্রামীণ আই হসপিটাল, ঠাকুরগাঁও এর কারিগরি সহায়তায় দিনব্যাপী বিনামূল্যে এক চক্ষু ক্যাম্প  এর আয়োজন করা হয়। চক্ষু ক্যাম্পে রোগীদের চক্ষু পরীক্ষাসহ মোট ৮১০ জন রোগীর ব্যবস্থাপত্র ও ঔষধ,  ২১০ জনকে চশমা প্রদান এবং ৮২ জন রোগীকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন  করা হয়। 
উক্ত চক্ষু ক্যাম্প অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার উপ-পরিচালক আবু রিয়াদ খান, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মামুনুর রশিদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিকের কার্যনির্বাহী সদস্য জনাব নূর খান। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক নজরুল ইসলাম, রিকের কার্য নির্বাহী সদস্য রেহানা জেসমিন আমিন, প্রবীণ কর্মসূচি সংশ্লিষ্ট কর্মকর্তা ফেরদৌসী বেগম ও সৈয়দ বজলুল করিমসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা এবং ক্ষুদ্রঋণ কার্যক্রম সংলিষ্ট স্থানীয় কর্মকর্তা ও কর্মীগণ।