ইন্ধিরা গান্ধীর মৃত্যুবার্ষিকীতে কংগ্রেসের শ্রদ্ধা
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:০৫ পিএম, ৩১ অক্টোবর ২০২১ রবিবার
ফাইল ছবি
ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস। নয়া দিল্লিতে ইন্দিরার স্মৃতিস্তম্ভ ‘শক্তি স্থল’-এ ফুল দিয়ে দলটির নেতা রাহুল গান্ধী এ শ্রদ্ধা জানান। খবর দ্য হিন্দু অনলাইনের।
এ সময় ইন্ধিরাকে নারী-শক্তির বড় উদাহরণ বলে উল্লেখ করেন রাহুল গান্ধী। ১৯৮৪ সালের ৩১ অক্টোবর নিজ বাসভবনে দুই শিক দেহরক্ষীর গুলিতে নিহত হন ইন্দিরা গান্ধী।
বলা হয়, শিকদের স্বর্ণমন্দিরে চালানো ‘অপারেশন ব্লু স্টারের’ জেরে তাকে হত্যা করা হয়েছিল। ইন্দিরা গান্ধীকে হত্যার পর দিল্লিতে দাঙ্গা ছড়িয়ে পড়ে এবং বহু শিক হতাহত হন।
ইন্দিরা গান্ধী সম্পর্কে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর দাদি। তাদের বাবা রাজীব গান্ধী ছিলেন ইন্দিরার জ্যেষ্ঠ পুত্র। কনিষ্ট পুত্র সঞ্চয় গান্ধীর স্ত্রী এবং পুত্রও রাজনীতি করেন। মেনেকা গান্ধী ও বরুন গান্ধী বিজেপির রাজনীতিতে জড়িত।
উইমেনআই২৪ডটকম//এসএল//