ঢাকা, শুক্রবার ২৮, ফেব্রুয়ারি ২০২৫ ২৩:২১:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

প্রিপারেটরি স্কুলে শিশুদের ভর্তির প্রজ্ঞাপন বিষয়ে প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৪৯ পিএম, ৩১ অক্টোবর ২০২১ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজে ২০২২ সালের প্লে-গ্রুপ শিশুদের ভর্তির নিয়মাবলী ও যোগ্যতা যাচাইয়ের জন্য প্রকাশিত প্রজ্ঞাপন নিয়ে পুনরায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।

রবিবার গণমাধ্যমে পাঠানো নারীবাদি সংগঠনটির সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত সংবাদবিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ সেপ্টেম্বর অনলাইনে প্রকাশিত মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজে ২০২২ সালের প্লে-গ্রুপ শিশুদের ভর্তির নিয়মাবলী ও যোগ্যতা যাচাই বিষয়ক প্রজ্ঞাপন প্রকাশিত হওয়ার পর ওই প্রজ্ঞাপনে উল্লিখিত উচ্চতা, ওজন, দুধ দাঁত, শারীরিক ও মানসিক অসুস্থতা এবং ছোঁয়াচে অসুখ ইত্যাদি বিষয়সমূহ প্রত্যাহার করে শিশুদের ভর্তির ক্ষেত্রে শুধু বয়স বিবেচনা করে প্রজ্ঞাপন সংশোধনসহ সঠিক পদ্ধতিতে বিদ্যালয়ে শিশুদের ভর্তির ব্যবস্থা গ্রহণের জন্য ওই স্কুলের অধ্যক্ষ এবং চেয়ারম্যান বরাবর বাংলাদেশ মহিলা পরিষদ চিঠি পাঠায়। ওই প্রেক্ষিতে গত ২৬ সেপ্টেম্বর ওই শিক্ষাপ্রতিষ্ঠানের চেয়ারম্যানের পাঠানো চিঠিতে শিশুদের ভর্তির জন্য প্রকাশিত প্রজ্ঞাপনে স্বাস্থ্যগত ও অন্যান্য বিষয়ে উল্লিখিত শর্তসমূহের ভাষা পরিবর্তন করা হবে বলে জানানো হয়। কিন্তু ২৮ অক্টোবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রজ্ঞাপনে দেখা গেছে কেবলমাত্র ‘সকল দুধ দাঁত অটুট থাকতে হবে’- এই শর্তটি প্রত্যাহার করা হয়েছে। যা  শিশুদের প্রতি অত্যন্ত অমানবিক ও বৈষম্যপূর্ণ আচরণ।

সংবাদবিজ্ঞপ্তিতে ‘শিক্ষা মানবাধিকারের বিষয়’ উল্লেখ করে সংগঠনটি শিশুদের ভর্তির জন্য একমাত্র বিবেচ্য বিষয় বয়সের সনদপত্র রেখে বাকি শর্তগুলো প্রত্যাহারের জন্য স্কুল কর্তৃপক্ষের কাছে পুনরায় জোর দাবি জানিয়েছে। একইসঙ্গে সংগঠন শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এবিষয়ে সুষ্ঠু পদক্ষেপ গ্রহণে আহ্বান জানিয়েছে।