ঢাকা, সোমবার ২৫, নভেম্বর ২০২৪ ২১:৪০:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার পেলেন দুই সাহিত্যিক

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৫ পিএম, ১ নভেম্বর ২০২১ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

এ বছর এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন প্রবীণ কথাসাহিত্যিক সেলিনা হোসেন এবং নবীন কথাসাহিত্যিক ফাতেমা আবেদীন। কথাসাহিত্যে সামগ্রিক অবদানের জন্য সেলিনা হোসেনকে এ পুরস্কারে ভূষিত করা হয়। আর নবীন শাখায় ‘মৃত অ্যালবাট্রস চোখ’ গল্পগ্রন্থের জন্য ফাতেমা আবেদীন এবার এ পুরস্কার পেয়েছেন।

১২ নভেম্বর শুক্রবার বিকালে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে। পুরস্কারপ্রাপ্ত প্রবীণ–নবীন দুই কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও ফাতেমা আবেদীন পুরস্কার হিসেবে পাবেন যথাক্রমে পাঁচ লাখ ও এক লাখ টাকাসহ উত্তরীয়, ক্রেস্ট ও সনদপত্র।

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মরণে এবং দেশের নবীন-প্রবীণ কথাশিল্পীদের শিল্প সৃষ্টিতে প্রেরণা জোগাতে ২০১৫ সালে প্রবর্তিত হয় পুরস্কারটি। এক্সিম ব্যাংকের সহযোগিতায় পাক্ষিক ‘অন্যদিন’-এর উদ্যোগে সপ্তমবারের মতো এ পুরস্কার দেওয়া হচ্ছে।

পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানিয়ে সেলিনা হোসেন বলেন, ‘পুরস্কার তো সব সময়ই আনন্দের। আসলে যেকোনো স্বীকৃতিতেই ভালো লাগা কাজ করে। তবে সমগ্র অবদান বিবেচনায় যখন কোনো পুরস্কার দেওয়া হয়, তখন সেটি আরও বেশি ভালো লাগার হয়ে ওঠে, আনন্দের হয়ে ওঠে।’

ফাতেমা আবেদীন বলেন, ‘বিচারকেরা আমার বইটিকে যোগ্য মনে করেছেন, এ জন্য আমি তাঁদের কাছে কৃতজ্ঞ। হুমায়ূন আহমেদের লেখা পড়ে আমি বড় হয়েছি, লিখতেও শিখেছি। তাই তাঁর নামে প্রবর্তিত পুরস্কারটি পাওয়ায় সবচেয়ে বেশি খুশি হয়েছি।’