আগামী নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করবেই : মতিয়া চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৮:৪৫ পিএম, ১২ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার | আপডেট: ১১:৫৮ এএম, ১৯ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করবেই। কারণ দেশের মুক্তি সংগ্রামের নেতৃত্বদানকরী সংগঠন আওয়ামী লীগের নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আরো বলেন, যে দলের নেতৃত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো নেতা রয়েছেন সে দল নির্বাচনে জয় লাভ করবেই।
মতিয়া চৌধুরী আজ মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে মহিলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এডভোকেট সাহারা খাতুন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ ও মহিলা বিষয়ক সম্পাদিক ফজিলাতুন্নেসা ইন্দিরা।
সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ক্রিকের পরিচালনায় সভায় সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
মতিয়া চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর নারী সমাজের উন্নয়নে যেভাবে কাজ করেছেন তা অতীতে আর কোন সরকার করেনি। বঙ্গবন্ধুর কন্যা শুধু নারীদের জন্য বিধবা ভাতা ও মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থাই করেন নি, তিনি সন্তানের পরিচয়ে বাবার নামের সঙ্গে মায়ের নাম লেখা বাধ্যতামূলক করে নারী জাতিকে গৌরবান্বিত করেছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন নারীদের বিচারপতি হিসেবে নিয়োগের ব্যবস্থা করেছেন তেমনি জাতিসংঘের শান্তি মিশনে নারী পাইলটদের যোগদানও বর্তমান সরকারের বড় অবদান। বিএনপি নেত্রী খালেদা জিয়া ক্ষমতায় থাকার সময় হাওয়া ভবন নিয়ে ব্যস্ত থাকায় তার এসব নিয়ে ভাবার সময় ছিল না।
কৃষিমন্ত্রী বলেন, আগামী বছরের ডিসেম্বর মাসে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সে নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করার জন্য নারী সমাজকেই অগ্রনী ভূমিকা পালন করতে হবে। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে নারী সমাজের সম্মান বৃদ্ধি পায়। সংবিধান অনুযায়ীই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
সূত্র : বিবিসি