ঢাকা, শুক্রবার ২৮, ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০০:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নারীগ্রন্থ প্রবর্তনা ও উবিনীগ-এর আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২৪ পিএম, ৩ নভেম্বর ২০২১ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে ৩১ অক্টোবর সকাল ১১টায় নারীগ্রন্থ প্রবর্তনা ও উবিনীগ আয়োজিত নারী আন্দোলনের মর্ম, নারীর জীবন সংগ্রামের আলোকে সামগ্রিক আন্দোলনের রূপ-শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেন, আমরা নারী আন্দোলনের মর্ম অনুধাবন করতে চাই। নারীর জীবন সংগ্রামের আলোকে সামগ্রিক আন্দোলনের রূপ খুঁজে পেতে চাই। নারী আন্দোলন এখন রাজনৈতিক দলভিত্তিক হয়ে গেছে। যে কোনো নারীর প্রতি সহিংসতার ঘটনায় দলমত নির্বিশেষে কথা বলতে হবে। এ জায়গা থেকে আমরা সরে আসছি।
নারীগ্রন্থ প্রবর্তনা ও উবিনীগের নির্বাহী পরিচালক ফরিদা আখতারের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন অধিকারের তাসকিন ফাহমিনা, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের চেয়ারম্যান ও কবি রোকেয়া ইসলাম, মানুষের জন্য ফাউন্ডেশনের রিনা রায়, মায়ের ডাকের সমন্বয়কারী আফরোজা আঁখি, অভিনেত্রী ও অধ্যাপক ফ্লোরা সরকার, ঢাকা ট্রিবিউনের সাংবাদিক কোহিনূর খৈয়াম তিথিলা, বাংলাদেশ মুক্ত গার্মেন্টস সংগঠনের সুলতানা বেগম, লেখক ও যন্ত্রসংগীত শিল্পী নাহার আহমেদ, তামাকবিরোধী জোটের অনন্যা রহমান, লেখক ঝর্না রহমান, নারীপক্ষের সদস্য কামরুন নাহার, উবিনীগের সীমু দাস সীমু প্রমুখ।

নারীপক্ষের সদস্য কামরুন নাহার বলেন, আমি নারী, সারা পৃথিবী আমার যুদ্ধক্ষেত্র। এই কথাটা বললেই আমাদেরকে নেতিবাচক দৃষ্টিভঙ্গীতে দেখা হয়।

অধিকারের তাসকিন ফাহমিনা বলেন, গার্মেন্টকর্মীরা আন্দোলন করলে তাদের পুলিশ দিয়ে মেরে থামিয়ে দেওয়া হয়। ট্রেড ইউনিয়নের নামে তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়।

অভিনেত্রী, অধ্যাপক ফ্লোরা সরকারের মতে, আর্থিকভাবে মেয়েদের স্বাবলম্বী হতে হবে। মেয়েরা ইচ্ছা করলেই পারে নিজের জায়গা তৈরি করতে।

রিনা রায়ের মতে, নারী বিষয়ক আন্দোলন নারীর জীবনভিত্তিক হতে হবে। 

অনন্যা রহমান বলেন, পাড়ায় পাড়ায় মেয়েদের খেলার মাঠ নেই।