ক্যাম্প থেকে পালানোর সময় ৬ রোহিঙ্গা আটক
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:১৯ পিএম, ৪ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর সময় স্থানীয়দের হাতে ছয় রোহিঙ্গা আটক হয়েছেন। বুধবার দুপুরে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন থেকে তাদের আটক করে চরজব্বর থানায় নেয়া হয়।
আটককৃতরা হলেন, ভাসানচরের ৭৬ নম্বর ক্লাস্টারের হাসিনা বেগম (৩৭), সাইফুল ইসলাম (১১), আলমার জাহান (৩৩), মো. ইয়াছিন (৩), রোজিনা আক্তার (১৯) ও মো. আজিজ (১)।
জানা যায়, ভাসানচর আশ্রয়ণ কেন্দ্র থেকে নৌকাযোগে দালালের সহযোগিতায় তারা পালিয়ে চট্টগ্রাম ও কক্সবাজারের উদ্দেশে রওনা হয়। বুধবার দুপুরে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন এলাকায় পৌঁছালে দালাল ও নৌকার মাঝিরা কৌশলে তাদের নামিয়ে দিয়ে পালিয়ে যান।
পরে স্থানীয়রা ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরীকে জানালে তিনি পুলিশে খবর দেন। খবর পেয়ে চরজব্বর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রোহিঙ্গাদের নিয়ে আসেন।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ৩ শিশু ও ৩ নারী চরজব্বর থানায় রয়েছে। বৃহস্পতিবার কোস্টগার্ডের মাধ্যমে তাদের ভাসানচরের ক্যাম্পে প্রেরণ করা হবে।