আইডিয়াল স্কুলের অধ্যক্ষকে দুদকে তলব
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:২৮ এএম, ৯ নভেম্বর ২০২১ মঙ্গলবার
ড. শাহানারা বেগম। ফাইল ছবি
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. শাহানারা বেগমকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক।
সোমবার কমিশনের সহকারী পরিচালক আতাউর রহমান সরকার স্বাক্ষরিত এক তলবি নোটিস তার ঠিকানায় পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক।
দুদকের পক্ষ থেকে বলা হয়েছে, ভর্তি বাণিজ্য ও ফরম পূরণে অতিরিক্ত অর্থ গ্রহণসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. শাহানারা বেগমকে তলব করা হয়েছে।
সূত্র জানায়, দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক আতাউর রহমান সরকার স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে আগামী ১৫ নভেম্বর দুদক প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে অধ্যক্ষের বক্তব্য প্রদানের জন্য নোটিশ জারি করা হয়েছে।
নোটিশে আরো বলা হয়েছে, তিনি যদি নির্ধারিত সময়ে হাজির হয়ে বক্তব্য প্রদানে ব্যর্থ হন তবে অভিযোগে সংক্রান্ত বিষয়ে তার কোনো বক্তব্য নেই মর্মে গণ্য করা হবে।