১০ বছরেই দেশের নারী বিলিওনিয়ার নাইকা-র প্রতিষ্ঠাতা
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:০১ পিএম, ১১ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার
নাইকার মালিক ফাল্গুনী নায়ার।
একটা ছোট্ট স্টার্ট আপ ব্যবসা। আর তাতেই সৌভাগ্য লাভ। এতটাই সৌভাগ্য যে ভারতের ধনীদের তালিকায় নিজের নাম তুলে ফেলছেন নাইকার মালিক ফাল্গুনী নায়ার।
নাইকা বাজারমূল্য এখন ৬.৫ বিলিয়ন মার্কিন ডলার। বুধবার শেয়ারবাজারে নথিভুক্ত হয়েছে সংস্থাটি। বাজার খুলতেই প্রায় দ্বিগুণ বাড়ে শেয়ার দর। একদিনে ৮৯% পর্যন্ত বেড়েছে নাইকার শেয়ার। ওই সংস্থার অর্ধেক অংশের মালকিন ফাল্গুনী।
ব্লুমবার্গ বিলিয়নরস ইনডেক্সের মতে, ফাল্গুনী নায়ার হলে ভারতে স্ব-প্রতিষ্ঠিত নারী বিলিওনিয়ার। এফএসএন ই-কমার্সের আওতাধীন নাইকা। আর এটিই ভারতের প্রথম নারী নেতৃত্বাধীন সংস্থা হিসেবে স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত হল।
নায়ারের এই যাত্রাপথ এক নারীর স্বপ্ন ছোঁয়ার কাহিনিও। ২০১২ সালের দেশের শীর্ষ ইনভেস্ট ব্যাংকের মোটা মাইনের চাকরি ছেড়ে নাইকা শুরু করেন নায়ার। তখন চুল ও ত্বকের বিবিধ প্রসাধনীর জিনিসপত্র দোকান থেকে কিনতেন নারীরা। নাইকা দিল অনলাইনে বেছে নেওয়ার সুযোগ।
সংস্কৃত শব্দ 'নায়িকা' থেকে 'নাইকা' নাম দিয়েছিলেন নায়ার। গত মার্চে নাইকার বিক্রিবাটা আগের বছরের চেয়ে ৩৫ শতাংশ বেড়ে পৌঁছায় ৩৩০ মিলিয়ন ডলারে। নায়ার নিজের পায়ে ব্যবসা দাঁড় করিয়ে বিলিওনিয়ার হয়েছেন। তবে দেশের সবচেয়ে ধনী নারী ওপি জিন্দল গ্রুপের সাবিত্রী জিন্দল। তার সম্পত্তির মূল্য ১২.৯ বিলিয়ন ডলার।