ঢাকা, সোমবার ২৫, নভেম্বর ২০২৪ ১৭:৪৪:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

‘সংবেদনশীল’ বিজ্ঞাপন সরাচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৪৫ পিএম, ১১ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ফেসবুক, ইননস্টাগ্রামে ‘সংবেদনশীল’ বিষয়ে আর বিজ্ঞাপন দেওয়া যাবে না। ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এক ব্লগ পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে।   

মেটা প্ল্যাটফর্মসের প্রোডাক্ট মার্কেটিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট গ্রাহাম মাড ওই ব্লগ পোস্টে জানান, তারা জাতি/নৃগোষ্ঠী, ধর্মীয় মতামত, রাজনৈতিক বিশ্বাস, যৌন অভিযোজন, স্বাস্থ্য এবং বিভিন্ন ‘সংবেদনশীল’ বিষয়কে টার্গেট করে দেওয়া বিজ্ঞাপন নিষিদ্ধ করেছে। 

তিনি বলেন, এই ধরনের টার্গেট করে দেওয়া বিজ্ঞাপন সংখ্যালঘিষ্ঠ গোষ্ঠীর জন্য বাজে অভিজ্ঞতা বয়ে আনতে পারে বলে আমরা বিশেষজ্ঞদের কাছ থেকে হুশিয়ারি শুনে আসছি।
২০২২ সালের জানুয়ারি থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারে কোনো ধরনের ‘সংবেদনশীল’ বিজ্ঞাপন দেওয়া যাবে না।

বিজ্ঞাপন থেকে ফেসবুকের আয় প্রায় ২৮.২ বিলিয়ন মার্কিন ডলারের মতো। তাই ‘সংবেদনশীল’ বিজ্ঞাপন বন্ধের এই সিদ্ধান্ত প্রতিষ্ঠানটির জন্য কঠিনই ছিল।