ঢাকা, সোমবার ১৮, নভেম্বর ২০২৪ ৩:৩৩:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দুর্বল হয়েছে নিম্নচাপ, ঝরবে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪০ এএম, ১২ নভেম্বর ২০২১ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি দুর্বল হয়ে যাওয়ায় দেশের অভ্যন্তরীণ নদী বন্দরসমূহকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

শুক্রবার (১২ নভেম্বর) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্ভাবাসে এতথ্য জানানো হয়েছে।

এর আগে নিম্নচাপে পরিণত হওয়ায় বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে দেশের সব সমুদ্র বন্দরসমূহে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত জারি করে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে নিম্নচাপটি বাংলাদেশ উপকূল অতিক্রম করে ভারতের দিকে অগ্রসর হয়েছে। বৃহস্পতিবার রাতে তা ভারতের উত্তর তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্র প্রদেশ উপকূলের স্থলভাগ অতিক্রম করে। এর প্রভাবে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।