প্রধানমন্ত্রীকে খালেদা জিয়ার উকিল নোটিস
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০২:৩২ পিএম, ২০ ডিসেম্বর ২০১৭ বুধবার | আপডেট: ১২:৪২ পিএম, ২১ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উকিল নোটিস পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সৌদি আরবে জিয়া পরিবারের সম্পদ নিয়ে দেওয়া বক্তব্যের জন্য প্রধানমন্ত্রীকে উকিল নোটিস পাঠান খালেদা।
গতকাল মঙ্গলবার এই নোটিশ পাঠানো হয়েছে। খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন রেজিস্টার্ড ডাকযোগে (উইথ এ/ডি) কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ নোটিশ পাঠিয়েছেন।
আজ বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনেও এই তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, এই উকিল নোটিশের মাধ্যমে প্রধানমন্ত্রীকে তার বক্তব্য প্রত্যাহারের করতে বলা হয়েছে।
মির্জা ফখরুল বলেন, বিএনপির চেয়ারপারসের আইনজীবী মাহবুব উদ্দিন খোকন গতকাল ডাকযোগে প্রধানমন্ত্রী বরাবর এই উকিল নোটিস পাঠান। যেখানে আগামী ৩০ দিনের মধ্যে ওই বক্তব্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিঃশর্ত ক্ষমা চাইতে ও তা সংবাদ মাধ্যমে প্রচার করতে বলা হয়েছে। অন্যথায় এ বিবৃতির অভিযোগে তার বিরুদ্ধে ক্ষতিপূরণ আদায়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে আইনি নোটিশটিতে।
গত ৭ ডিসেম্বর গণভবনে কম্বোডিয়া সফর শেষে দেশে ফিরে সংবাদ সম্মেলনে কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমের বরাত দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, সৌদি আরবে জিয়া পরিবারের বিপুল সম্পদ রয়েছে। তবে এ নিয়ে দেশের বেশিরভাগ সংবাদ মাধ্যম খবর প্রকাশ না করায় তা নিয়ে অসন্তোষও প্রকাশ করেন তিনি।
গতকাল সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের মধ্যে ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ফজলুল হক মিলন, মীর সরাফত আলী সপু, আবদুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।