নারীর দুশ্চরিত্র প্রমাণে দুটি ধারা বাতিল চেয়ে রিট
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৭:৫৫ পিএম, ১৪ নভেম্বর ২০২১ রবিবার
ফাইল ছবি
ধর্ষণের শিকার নারীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলা সংক্রান্ত সাক্ষ্য আইনের দুটি ধারা ১৫৫ (৪) ও ১৪৬ (৩) বাতিল চেয়ে উচ্চ আদালতের সংশ্লিষ্ট শাখায় রিট জমা পড়েছে।
রোববার (১৪ নভেম্বর) মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক), নারীপক্ষ ও ব্লাস্ট্রের পক্ষে আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন এই রিট দায়ের করেন। তার আবেদনে আইন মন্ত্রণালয়কে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনটি শুনানির জন্য বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন করা হবে।
সাক্ষ্য আইনের ধারা ১৫৫ (৪)-এ বলা হয়েছে, কোনও মানুষ যখন বলাৎকার কিংবা শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে সোপর্দ হয় তখন দেখানো যেতে পারে যে, অভিযোগকারিণী সাধারণভাবে দুশ্চরিত্র সম্পন্ন রমণী।
এছাড়া সাক্ষ্য আইনের ১৪৬ (৩)-এ বলা হয়েছে, সাক্ষীর চরিত্র নিয়েও প্রশ্ন করা যেতে পারে যাতে সে এমন তথ্য দেয় যা দোষী বা নির্দোষ সাব্যস্ত করতে সহায়ক হবে।