স্মার্টফোনের ভাঙা কাচ নিজেই জোড়া লাগবে!
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০১:৫১ পিএম, ২২ ডিসেম্বর ২০১৭ শুক্রবার | আপডেট: ০২:৩৫ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার
শখ করে নতুন স্মার্টফোন কিনেছেন। আচমকাই হাত ফসকে মেঝেতে পড়ে গেছে। ফেটে চুরমার নতুন ফোনের স্ক্রিন!
এমন দিন কি এবার অতীত হতে চলেছে! স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য মস্ত সুখবর, আবিষ্কৃত হয়েছে এমন এক কাচ যা ভাঙলে আবার জোড়া লেগে যায় নিজে থেকে! শুনতে যতই অবিশ্বাস্য মনে হোক, টোকিও বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে এমনই দুরন্ত কাণ্ড ঘটিয়েছেন একদল গবেষক।
স্ট্যান্ডার্ড.কো.ইউকে-তে প্রকাশিত এক প্রতিবেদন বলছে, সায়েন্স ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে এই গবেষণার কথা। ওই প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাকুজো আইদার অধীনে একদল গবেষক তৈরি করছিলেন এক ধরনের আঠা। তখনই অকস্মাৎ সেখানে তৈরি হয়ে যায় ওই বিশেষ ধরনের কাচ।
দেখা যায়, এই কাচে যদি চিড় ধরে, এমনকী যদি ভেঙেও যায়, তা হলেও নো চিন্তা। জুড়ে যাচ্ছে কাচ। কেবল হাতে ধরে রাখতে হবে কাচের ভাঙা অংশগুলি। কিছুক্ষণের মধ্যেই ঘটে যাবে ম্যাজিক!
এমন এক আবিষ্কার স্মার্টফোনের জগতে বিপ্লব এনে দিতে পারে রাতারাতি, এমনটাই অধ্যাপক তাকুজো।
এখন দেখার বিষয় কত দ্রুত এই নতুন আবিষ্কারকে নিজেদের ফোনে ব্যবহার করতে উদ্যোগী হয় স্মার্টফোন নির্মাতা সংস্থাগুলি। আর সে জন্য অপেক্ষা করতে হবে আগ্রহীদের।