আগামী ২ দিন পর সারাদেশে শীত বাড়বে
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:৪২ এএম, ১১ ডিসেম্বর ২০২১ শনিবার
ফাইল ছবি
আগামী দুই থেকে তিন দিন পর সারাদেশে তাপমাত্রা কমতে শুরু করবে। তখন অপেক্ষাকৃত বেশি মাত্রায় শীত অনুভূত হবে।
শুক্রবার (১০ ডিসম্বের) রাতে আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও বলেন, আগামী কয়েকদিনে শৈত্যপ্রবাহ নামছে না। তবে ডিসেম্বরের শেষভাগে শৈত্যপ্রবাহের আভাস রয়েছে।
এদিকে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ।
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগর থেকে আগত লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।