ট্রাকচাপায় জবি ছাত্রীর মৃত্যু, চালক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:১৯ এএম, ১৯ ডিসেম্বর ২০২১ রবিবার
ফাইল ছবি
নোয়াখালীর সোনাইমুড়ীতে ট্রাকের চাপায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্রী সাবরিনা নিহত হওয়ার ঘটনায় ট্রাকচালক মো. সাহাব উদ্দিন শিপনকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। শিপন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামের মো. বেল্লালের ছেলে।
শনিবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার কৈশল্যারবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার বলেন, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সোনাইমুড়ী পৌরসভার ৯নং ওয়ার্ডের রামপুর গ্রামের মোল্লা বাড়ির সামনে রাস্তা পারাপারের সময় ইটবোঝাই একটি ট্রাক ধাক্কা দিলে সাবরিনা ঘটনাস্থলেই মারা যান। পরে ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।
এদিকে গ্রেপ্তারকৃত ট্রাকচালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার শহীদুল ইসলাম।
পরিবারের সদস্যরা জানান, ঢাকায় বেড়ে ওঠা সাবরিনার গ্রামের বাড়ি সোনাইমুড়ী। কদিন আগে ঢাকা থেকে মা-বাবার সঙ্গে গ্রামের বাড়িতে আসেন। শনিবার দুপুরে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ঢাকায় ফেরার উদ্দেশে ঘর ছাড়েন সাবরিনা। কিন্তু নিজের এলাকা ছাড়ার আগেই সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয় তার।
এদিকে এই জবি ছাত্রীর অকালমৃত্যুতে তার পরিবার ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে আসে। সাবরিনার বিদেহী আত্মার শান্তি কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার।