ঢাকা, সোমবার ২৫, নভেম্বর ২০২৪ ১৬:৫৪:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ইনস্টাগ্রাম থেকে ডিলিট হওয়া কনটেন্ট যেভাবে ফিরিয়ে আনবেন

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫৯ পিএম, ১৯ ডিসেম্বর ২০২১ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ভুলক্রমে ইনস্টগ্রাম থেকে গুরুত্বপূর্ণ কিছু ডিলিট হয়ে যেতে পারে। কিন্তু কখনও কখনও সেগুলো এত প্রয়োজন হয়ে দাঁড়ায় যে ফেরত না আনা পর্যন্ত শান্তি পাওয়া যায় না। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে তাহলে ইনস্টগ্রাম থেকে ডিলিট হওয়া কিছু ফিরিয়ে আনা সম্ভব। যারা এই কৌশল জানেন তাদের কাছে হয়ত মনে হতে পারে এটা কোনো প্রশ্ন হলো! তবে যাদের এ সম্পর্কে জানা নেই তাদের কাছে এটি খুবই গুরুত্বপূর্ণ। যদি বলা হয় আপনি একটি শর্তের মাধ্যমে ডিলিট হওয়ার কিছু ফেরত আনতে পারবেন।

যাই হোক, ইনস্টাগ্রাম থেকে কোনো কিছু ডিলিট করে দেওয়া হলে তা সম্পূর্ণভাবে ডিলিট হতে ন্যূনতম ৩০ দিন সময় লাগে। ৩০ দিন পর একবারে হারিয়ে যায়। চাইলেও আপনি তা আর উদ্ধার করতে পারবেন না। তবে ইনস্টগ্রাম ডেটা পলিসির নিয়ম অনুযায়ী এটি তারা ৯০ দিন পর সম্পূর্ণরূপে ডিলিট করে দেয়। এছাড়া শেয়ার করা স্টোরি ২৪ ঘণ্টার মধ্যে ফিরিয়ে আনতে পারবেন। কারণ এগুলো আর্কাইভে সংরক্ষণ করা হয় না।

চলুন দেখে নেই কীভাবে হারানো তথ্য ফিরিয়ে আনা যাবে-
স্টেপ-১: প্রোফাইল পিকচারে ট্যাপ করে প্রোফাইলের উপরের দিকে ডানপাশে লক্ষ্য করুন।
স্টেপ-২: ওপরে ডানপাশে থাকা মোর অপশনে ট্যাপ করে সেটিংসে ট্যাপ করুন। 
স্টেপ-৩: ট্যাপ অ্যাকাউন, ট্যাপ Recently deleted
স্টেপ-৪: যা ডিলিট করেছে তা এখানে পেয়ে যাবেন, চাইলে আপনি ছবি, ভিডিও স্থায়ীভাবে ডিলিট করতে পারেব অথবা পুনরায় ব্যবহারের জন্য ফিরিয়ে আনতে পারেন। সূত্র: হিন্দুস্তান টাইমস