টুইটারের ভিডিওতে আসবে স্বয়ংক্রিয় ক্যাপশন
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৮:০৯ পিএম, ২১ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
টুইটারের ব্যবহারকে আরও সহজ ও আকর্ষণীয় করে তুলতে ভিডিওতে স্বয়ংক্রিয় ক্যাপশনের ব্যবস্থা করলো টুইটার। সম্প্রতি এমনই একটি ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ক্যাপশনটি অনেকগুলো ভাষাতেই বিশ্বব্যাপী আইওএস, অ্যান্ড্রয়েড এবং ওয়েবে চালু করা হয়েছে।
সংবাদ মাধ্যম ভার্জ জানায়, এর কিছু বিশেষত্ব আছে। এটি শুধু নতুন ভিডিওতেই পাওয়া যাবে। নিজস্ব ক্যাপশন ছাড়া পুরনো ভিডিওতে এটি পাওয়া যাবে না। ভুল বা খারাপ ক্যাপশনে রিপোর্ট করার কোনও সুযোগ নেই। টুইটারের একজন মুখপাত্র জানান, সবসময়ই ফিচারকে উন্নত করার চেষ্টা করা হচ্ছে।
ভার্জ আরও জানায়, টুইটারের একসেসিবিলিটি ফিচারের ইতিহাস খুব একটা ভালো নয় যদিও এখন তারা ভালোর দিকে এগুচ্ছে। গত বছর ভয়েস টুইটের জন্য প্রতিষ্ঠানটি যথেষ্ট সমালোচনার শিকার হয়েছিল। জানা যায়, টুইটার তার স্পেসেসেও লাইভ ক্যাপশন ফিচার এনেছে। এটি তাদের ক্লাব হাউজের মতোই অডিও রুম প্রোডাক্ট।