খালেদা জিয়ার উন্নত চিকিৎসার ব্যাপারে রিটের শুনানি বুধবার
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:১৭ পিএম, ২১ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে উন্নত চিকিৎসা দেয়ার জন্য নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের ওপর বুধবার শুনানির দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
এর আগে ২০ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন।
রিট আবেদনে ফৌজদারি কার্যবিধি আইনের ৪০১ (১) ধারা এবং সংবিধানের ১১, ২৮ (৪), ৩২ ও ৪৯ অনুচ্ছেদের বর্ণনা তুলে ধরা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়।