কবিতা: ঈশ্বরের কান্না আমি দেখেছি
অনিল সেন
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:০৪ এএম, ২৪ ডিসেম্বর ২০২১ শুক্রবার
অনিল সেন
কবিতা: ঈশ্বরের কান্না আমি দেখেছি
অনিল সেন
ঈশ্বরের কান্না আমি দেখেছি
পূজার নৈবদ্যে
নামাজের সিজদায়
আমি দেখেছি
গীর্জায় প্রার্থনা সংগীতে
কঠিন চিবর দান উৎসবে
সৃষ্টির কষ্টে।
ঈশ্বরের কান্না আমি দেখেছি
নবজাতকের চাহনিতে
সন্তান হারা মায়ের বুকফাটা কান্নায়
আমি দেখেছি
শতায়ু মানবের মৃত্যুর যন্ত্রণায়
অভাবে ক্ষয়ে যাওয়া স্বভাবে
অসহনীয় যাতনায়।
ঈশ্বরের কান্না আমি দেখেছি
সদ্য বীজ হতে গজানো দুটি পাতায়
প্রিয়া বিরহে ব্যাথাতুর প্রাণে
আমি দেখেছি
আগ্নেয়গিরির অগ্নুৎপাতে
ভূমিকম্পে মিশে যাওয়া জনপদে
সৃষ্টির অবজ্ঞায়।
ঈশ্বরের কান্না আমি দেখেছি
কালবৈশাখীর তান্ডবলীলায়
সমুদ্রের প্রমত্ত ঘূর্ণিঝড়ে
আমি দেখেছি
পৃথিবীর সকল হাসি কান্নায়
শিশু যৌন নিপীড়নে
মনুষ্যত্বহীনতায়।
ঈশ্বরের কান্না আমি দেখেছি
রবীঠাকুরের নিমগ্ন চোখে
নজরুলের বিদ্রোহী চেতনায়
আমি দেখেছি
আইনস্টাইনের মস্তিষ্কের অনুরনে
সূর্যোদয়ে প্রথম আলোতে
সৃষ্টির প্রথম সৃষ্টিতে।