খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাইছেন চট্টগ্রামের পেশাজীবীরা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৮:৩৭ পিএম, ২৭ ডিসেম্বর ২০২১ সোমবার
ফাইল ছবি
বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও অবিলম্বে বিদেশে উন্নত চিকিৎসার দাবি জানিয়েছেন চট্টগ্রাম সম্মিলিত পেশাজীবী পরিষদের ১৫১ জন পেশাজীবী। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।
বিবৃতিতে নেতারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের স্ত্রী। বাংলাদেশের আপামর জনসাধারণের অত্যন্ত জনপ্রিয় এই নেত্রী যিনি বাংলাদেশের ইতিহাসে জাতীয় সংসদ নির্বাচনে বারবার অধিক সংখ্যক আসনে প্রতিদ্বন্দ্বীতা করে কোনো আসনে পরাজিত হননি।বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে খালেদা জিয়ার অবদান অপরিসীম। অথচ আমরা বেদনাহত হৃদয়ে লক্ষ্য করছি একজন নাগরিকের পছন্দমতো চিকিৎসা নেয়ার মৌলিক অধিকার থেকে তিনি ক্রমাগতভাবে বঞ্চিত হচ্ছেন।’
তারা আরও বলেন, চিকিৎসা ব্যবস্থায় বাংলাদেশ ক্রমবর্ধমানভাবে এগিয়ে গেলেও এখনো বেশ কিছু সীমাবদ্ধতা বিদ্যমান। যা ইতিপূর্বে খালেদা জিয়ার মেডিকেল টিমের প্রধান সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীকে জানিয়েছেন। যার ফলশ্রুতিতে এদেশের বিশেষজ্ঞ চিকিৎসকগণের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও বেগম খালেদা জিয়া আশানুরূপ আরোগ্য লাভের পরিবর্তে ধীরে ধীরে অন্তিম পরিণতির দিকে এগিয়ে যাচ্ছেন। এমতাবস্থায় পেশাজীবী হিসেবে আমাদের আকুল আহ্বান, জরুরিভিত্তিতে বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ মুক্তির ব্যবস্থা গ্রহণপূর্বক বিদেশে সুচিকিৎসা নিশ্চিত করা হোক। অন্যথায় উন্নত চিকিৎসার অভাবে বেগম খালেদা জিয়ার কিছু হলে তার সম্পূর্ণ দায়ভার সরকারের বর্তমান নীতিনির্ধারকদেরই নিতে হবে।
বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন- ডা. আবু জাফর, ডা. আবদুল মান্নান, এড. মকবুল কাদের চৌধুরী, এড. দেলোয়ার হোসেন চৌধুরী, এড. এ এস এম বদরুল আনোয়ার, অধ্যাপক ডা. আবদুল আলীম, বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম, ডা. শাহাদাত হোসেন, কৃষিবিদ প্রফেসর ড. মো.সাইফুদ্দিন, অধ্যাপক এস এম নছরুল কদির, সাংবাদিক জাহিদুল করিম কচি, প্রকৌশলী সেলিম মো. জানে আলম, কৃষিবিদ প্রফেসর ড. রোকনুজ্জামান, অধ্যাপক মো. আল আমিন, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, অধ্যাপক ডা. আব্বাস উদ্দিন, ডা. একেএম জাফর উল্লাহ, ডা. বেলায়েত হোসেন ঢালী, প্রকৌশলী আমিনুর রহমান সুমন, অধ্যাপক জাফর উল্লাহ তালুকদার, অধ্যাপক মো. সফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার রাশেদ হাসান, ডা. শাহনেওয়াজ সিরাজ মামুন, সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পী প্রমুখ।