ডিজিটাল নিরাপত্তা আইনে ১১ মাসে ২২৫ মামলা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:১৩ এএম, ২৮ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া ২২৫টি মামলা দায়ের করা হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আর্টিকেল ১৯-এর উদ্যেগে গঠিত 'বাংলাদেশ ইন্টারনেট ফ্রিডম ইনিশিয়েটিভ (বিআইএফআই) ওয়ার্কিং গ্রুপের পরামর্শ সভায় এ তথ্য তুলে ধরা হয়েছে।
সভায় জানানো হয়, এসব মামলায় বিভিন্ন শ্রেণি-পেশার ৪১৭ জন ব্যক্তি অভিযুক্ত হয়েছেন, যাদের মধ্যে সাংবাদিক ৬৮ জন। এছাড়া গ্রেপ্তার হয়েছেন ১৫ জন সাংবাদিক।
এসব মামলাগুলোর বেশিরভাগই হয়েছে- প্রধানমন্ত্রী, মন্ত্রী, জাতীয় সংসদ সদস্য (এমপি) অথবা ক্ষমতাসীন দলের নেতাদের বিরুদ্ধে কটূক্তি বা মানহানির কারণে।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করে টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের সভাপতি রাশেদ মেহেদী।
দেশের প্রতিটি গণমাধ্যমে 'ফ্যাক্ট-চেকিং টুলসের' ব্যবহার ও 'ফ্যাক্ট-চেকার' তৈরির পরামর্শও দেওয়া হয়েছে সভায়।