নারী উদ্যোক্তাদের সহায়তা করবে ইবিএল
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৮:৪০ পিএম, ২ জানুয়ারি ২০২২ রবিবার
ফাইল ছবি
সম্প্রতি ঢাকায় ইস্টার্ণ ব্যাংক লিমিটেডের (ইবিএল) উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার এবং ওমেন এন্ট্রোপ্রেনার এসোসিয়েশন অব বাংলাদেশের (WEAB) প্রেসিডেন্ট সালমা মাসুদ একটি চুক্তি স্বাক্ষর করেন।
চুক্তির অধীনে ইবিএল সহযোগী প্রতিষ্ঠান হিসেবে WEAB এর নারী উদ্যোক্তাদের উন্নয়ন, তাদের ব্যাংকিং সক্ষমতা বৃদ্ধি, আর্থিক অনর্ভূক্তি এবং আর্থ-সামাজিক অগ্রগতিতে সহায়তা করবে। নারী উদ্যোক্তরা ইবিএল-এর সকল শাখায় নারী বাংকিং প্রোডাক্ট ও সেবা এবং একই সঙ্গে আর্থিক পরামর্শ সেবা গ্রহণ করতে পারবেন।
ইবিএল প্রায়োরিটি ব্যাংকিং এবং ওমেন ব্যাংকিং প্রধান শারমিন আতিক এবং WEAB এর ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট তাজিমা মজুমদারসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।