এই সময়ের অাদুভাই
ইকবাল বাবুল
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১২:৫১ পিএম, ৯ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৪:০০ পিএম, ১৩ জানুয়ারি ২০১৮ শনিবার

চটপটে সে ভীষণ রকম
নয় মোটে সে ধীর স্থির
বলতে গেলে শেষ হবে না
তার যতোসব ফিরিস্থির।
রাত বা কী ভোর হৈ হুল্লোড়
মাথায় তোলে ঘরবাড়ি
খেলতে গেলেই খেলায় মজে
চায় নাতো আর পড়বারই।
পড়তে বসে ঝিমোয় খালি
পড়তে গেলেই ঘুম আসে
মায়ের থেকে মার না খেয়ে
আর খাবে কি চুমা সে?
তিনদিনেও একটি পড়া
হয় না শেখা তার তো
কিনতু পড়ায় মন দিলে তো
শিখতে ঠিকই পারতো।
লিখতেও সে ভুল করে যায়
ভুল করে সেই বানানেই
ভুল কেনো হয় জানতে গেলেই
বলবে হেসে - জানা নেই।
পাইনে ভেবে এমন করে
কী লিখে সব ছাইপাশ
এইতো এবার বার্ষিকিতে
করলো না সে তাই পাশ।
খুব বকেছে মা-বাবা তাই
খুব বকেছে দাদুভাই
সবাই তাকে নাম দিয়েছে
এই সময়ের আদু ভাই।