বিস্মৃতির ছবি
আঁকা-লেখা : গোলাম নবী পান্না
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৪:০০ পিএম, ১৩ জানুয়ারি ২০১৮ শনিবার | আপডেট: ১০:০০ পিএম, ১৭ জানুয়ারি ২০১৮ বুধবার

দুর্ঘটনায় পড়া জীবন
আশার ফ্রেমে বাঁধা
মৃত্যু-প্রহর চলার পথে
জাগিয়ে তোলে ধাঁধা।
এমনি হাজার প্রশ্ন যখন
কালো ছায়ার রেখা
`হারিয়ে গেলো সোনালী দিন`
বইটি হলো লেখা।
হারিয়ে গেলো সোনালী দিন
হারিয়ে গেলেন তিনি
অবহেলায় তাকে যেনো
আধো আধো চিনি।
কারণ এখন স্মৃতির দুয়ার
বন্ধ হবার পালা
`বাপী শাহরিয়ার` স্মৃতি
খুললো না সেই তালা।