গ্লোবাল ফেইম অ্যাওয়ার্ডস পেলেন বাংলাদেশি উদ্যোক্তা সেতু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:২৪ পিএম, ২৫ জানুয়ারি ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
বাংলাদেশের একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে ভারতের কলকাতায় ‘গ্লোবাল ফেইম অ্যাওয়ার্ডস-২০২১’ পেলেন সাহিদা রহমান সেতু। তিনি উদীয়মান সফল নারী উদ্যোক্তা ক্যাটাগরিতে এ পুরস্কার পেয়েছেন।
অ্যাওয়ার্ড অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন বলিউড তারকা বিপাশা বসু। তার হাত থেকেই পুরস্কার গ্রহণ করেন সেতু। ভি কানেক্ট স্টারের আয়োজনে কলকাতার একটি পাঁচতারকা হোটেলে পুরস্কার প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
এ নিয়ে সাহিদা রহমান সেতু বলেন, “এটি আমার জন্য অনেক গর্বের। বাংলাদেশের সীমান্ত শহর বেনাপোলের একজন নারী হিসেবে বিদেশের মাটিতে এমন পুরস্কার অর্জনে আমি সত্যিই আনন্দিত। আর বিপাশা বসু ভারতের একজন নামী তারকা অভিনেত্রী। তার হাত থেকে পুরস্কার প্রাপ্তি অনেক বেশি আনন্দের। আমি অনুষ্ঠান আয়োজকদেরও ধন্যবাদ জানাচ্ছি।”
নারী উদ্যোক্তা হিসেবে অসামান্য ভূমিকার জন্য সম্প্রতি সাহিদা রহমান সেতুকে এই পুরস্কার প্রদান করা হয়।