যে কারণে নিপুণের বিরুদ্ধে মামলা করছেন জায়েদ খান
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:১৬ পিএম, ৩১ জানুয়ারি ২০২২ সোমবার
ফাইল ছবি
দ্য সমাপ্ত শিল্পী সমিতির নির্বাচনে চিত্রনায়ক জায়েদ খানের কাছে ১৩ ভোটে হেরেছে সাধারণ সম্পাদক পদপ্রার্থী চিত্রনায়িকা নিপুণ। এরপর প্রকাশিত ফলাফলে অসন্তোষ প্রকাশ করে নির্বাচন কমিশন বরাবর আপিলও করেছিলেন তিনি। তবে আপিল করেও ব্যর্থ হয়ে সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচন চেয়েছেন নিপুণ। গত রোববার (৩০ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান চিত্রনায়িকা নিপুণ।
উক্ত সংবাদ সম্মেলনে জায়েদ খানের বিরুদ্ধে একাধিক অভিযোগও আনেন তিনি। জায়েদ খানের বিরুদ্ধে ভোট কেনাসহ বাইরে থেকে প্রভাব খাটানোর অভিযোগ করেন এই নায়িকা। এ ছাড়াও নিপুণ প্রজেক্টরে, মেসেঞ্জারের কিছু কথপোকথের স্ক্রিনশট সবার উদ্দেশ্যে দেখিয়েছেন। সেই স্ক্রিনশটে দেখা মেলে জায়েদ খানের সঙ্গে এক ব্যক্তির কথপোকথন। যদিও গতরাতেই জায়েদ খান এক সংবাদ সম্মেলনে বিষয়টি পরিষ্কার করেছিলেন। তবে তা আনুষ্ঠানিকভাবে ছিল না।
তাই আজ সোমবার (৩১ জানুয়ারি) আবারও গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন। সেখানে জায়েদ খান জানান চিত্রনায়িকা নিপুণ আক্তারের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করবেন তিনি।
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমার বিরুদ্ধে নিপুণ সংবাদ সম্মেলনে যে অভিযোগ করেছে তা মিথ্যা। নায়িকা মুনমুনের সঙ্গে টাকা দেওয়া-নেওয়া নিয়ে যে ভিডিও দেখিয়েছেন সেটাও মিথ্যা এবং বানোয়াট। আমার নামে যে মেসেঞ্জারের স্ক্রিনশট দেখিয়েছেন তিনি, তার কোনো সত্যতা নেই। তাই এসব করাতে আমার মানহানি হয়েছে। অনেকটা বাধ্য হয়েই মামলা করছি।’
উল্লেখ্য, এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জায়েদ খান এবং তার বিপরীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিপুণ পেয়েছেন ১৬৩ ভোট।