ঢাকা, সোমবার ২৫, নভেম্বর ২০২৪ ১৬:৫৪:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ছুটির দিনে জমে উঠেছে বইমেলা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫২ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

অমর একুশে বইমেলার স্টল সাজানোর কাজ প্রায় শেষ। এরই মধ্যে জমে উঠতে শুরু করেছে প্রাণের মেলা। ১৮ ফেব্রুয়ারি মেলার প্রথম শুক্রবার। এদিন বেলা ১১টায় খুলেছে ফটক। প্রকাশকদের আশা, সাপ্তাহিক ছুুটির দিন হওয়ায় লোকসমাগম অনেক বেশি হবে।

মেলার দুই প্রান্তে দুই রকমের পরিবেশ। একাডেমি প্রাঙ্গণে সরকারি ও বিভিন্ন সংস্থার স্টল। অপর প্রান্ত সোহরাওয়ার্দী উদ্যানে, বিভিন্ন প্রকাশনার স্টল সেখানে। সাধারণত এ অংশই বেশ জমজমাট থাকে। প্রথম দুই দিনের তুলনায় বৃহস্পতিবার লোকসমাগম কিছুটা বেশি ছিল। 

সময় যত গড়াচ্ছে মেলায় নতুন বইয়ের সংখ্যা বাড়ছে। তথ্যকেন্দ্রে বৃহস্পতিবার নতুন বইয়ের নাম জমা পড়েছে ৪১টি। এ ছাড়া মোড়ক উন্মোচন হয়েছে সাতটি বইয়ের। 


করোনাভাইরাস পরিস্থিতির কারণে এবারের বইমেলা ১৫ দিন পর শুরু হয়েছে। প্রাথমিকভাবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চালানোর ঘোষণা দেওয়া হলেও করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকায় মেলা ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন পর্যন্ত চালানোর ইচ্ছা রয়েছে।

বইমেলা ছুটির দিন ছাড়া প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা। রাত ৮টার পর নতুন করে কেউ মেলায় প্রবেশ করতে পারবেন না। ছুটির দিন বইমেলা সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। এছাড়া একুশে ফেব্রুয়ারি মেলা শুরু হবে সকাল ৮টা থেকে; চলবে রাত ৯টা পর্যন্ত।

বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় সাড়ে সাত লাখ বর্গফুট জায়গায় বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় মোট ৩৫টি প্যাভিলিয়নসহ একাডেমি প্রাঙ্গণে ১০২টি প্রতিষ্ঠানকে ১৪২টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৩২টি প্রতিষ্ঠানকে ৬৩৪টি ইউনিট; মোট ৫৩৪টি প্রতিষ্ঠানকে ৭৭৬টি ইউনিট বরাদ্দ দেয়া হয়েছে।
উইমেনআই২৪ডটকম//এল//
জনতারকন্ঠ//এলএইচ//
চিত্রদেশ//এফটি//
সিটিনিউজ সেভেন//আর//