কিশোর কবিতা # ফাগুনের গান: কানিজ ফাতিমা
কানিজ ফাতিমা
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:৫৩ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২২ শনিবার
ফাইল ছবি।
ছুটছে বাতাস নদীর বুকে পাল উড়িয়ে দূরে
অচিন পাখি গান ধরেছে মায়াবী এক সুরে।
পাখির সাথে নদীর পানি সুর মেলালো আজ
দিকে দিকে নতুন দিনের নতুন কারুকাজ।
কৃষ্ণচূড়া লাল হয়েছে আলতা গায়ে মেখে
শিমুল, পলাশ হাসতে থাকে বাসন্তী রং দেখে।
সূর্যমুখী, গোলাপ রাণী কত ফুলের হাসি
জিনিয়া আর মুনিয়াদের ভালোবাসাবাসি।
হাওয়ার সাথে সবুজ পাতার দারুণ মাখামাখি
গানের সুরে মাতাল করে মিষ্টি কোয়েল পাখি।
আউলা বাতাস বাউলা সুরে ধরলো মধুর গান
দিকে দিকে পড়লো সাড়া মধুর কলতান।
আহ্ কী আলো! মুক্ত বাতাস ফাগুন এলো নাকি!
গাছে গাছে নানান পাখি করছে ডাকাডাকি।
স্নিগ্ধ আলো, ফুলের হাসি দু'চোখ মেলে দেখি
আলসেমিটা ঝেড়ে ফেলে নতুন কাব্য লেখি।
আলোর খেয়ায় মনপবনের নাওটি ছোটে দূরে
বৈঠা ছাড়া ঢেউয়ের তালে গানের সুরে সুরে।
আজকে আমি পাখি হব, নয়তো হবো ঘুড়ি
সাগর তীরের ঊর্মিমালা, কিংবা পাথর নূড়ি।
প্রবাল দ্বীপের গাঙচিলেরা উড়ছে ডানা মেলে
আমিও আজ তাদের দলে দুরন্ত এক ছেলে।
ফাগুন হাওয়ার রঙ মেখেছি আমার দুটি গালে
ঝুঁটি বাঁধা কাকাতুয়া নাচে তালে তালে।
বাঁধনহারা মুক্ত পাখি যেই সেজেছি আমি
রংধনু রং আকাশ যেন নাচে জলে নামি।
নাটাই ছাড়া ঘুড়ি আমি আকাশটা আমার
যেখানে চাই ছুটে বেড়াই ইচ্ছেরা দুর্বার।