ফারহান -শিবানীর বিয়ে সম্পন্ন
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:২৬ এএম, ২০ ফেব্রুয়ারি ২০২২ রবিবার

ফাইল ছবি
বিয়ে সম্পন্ন হলো অভিনেতা-পরিচালক-গায়ক ফারহান আখতার এবং গায়িকা শিবানী ডান্ডেকরের। মহারাষ্ট্রের খন্ডালায় বিয়ের অনুষ্ঠানে লাল রঙের গাউনে সেজেছিলেন শিবানী। আর কালো স্যুট প্যান্ট পরে কনের পাশে দাঁড়িয়ে ফারহান।
শনিবার দুপুরে কম সংখ্যক অতিথি নিয়ে বিয়ে হল শিবানী-ফারহানের। তবে মহারাষ্ট্রীয় রীতিতে নয়, কাছের মানুষদের সামনে একে অপরের কাছে শপথ করে বিয়ে করলেন এই নব তারকা দম্পতি।
তারকা-অতিথিদের মধ্যে শিবানীর বোন অনুষা ডান্ডেকর, বন্ধু রিয়া চক্রবর্তী, অমৃতা অরোরা ছাড়াও উপস্থিত ছিলেন- হৃতিক রোশন, তার বাবা রাকেশ রোশন, মা পিঙ্কি রোশন, রীতেশ সিদওয়ানি, ফারহানের বোন জোয়া আখতার, সস্ত্রীক আশুতোষ গোয়ারিকর প্রমুখ।
প্রসঙ্গত, ২০০০ সালে অধুনা ভবানীর সঙ্গে ফারহানের বিয়ে হয়েছিল। বিয়ের সাত বছরের মাথায় ২০১৭ সালে তাদের আইনি বিবাহ বিচ্ছেদ হয়। তাদের ঘরে দুই কন্যা সন্তান রয়েছে। শাকিয়া আখতার এবং আকিরা আখতার। মেয়ে আকিরা ১৫ বছরে পা দিয়েছেন।